Short sentences for kids

Short sentences for kids:

No, thank you. না, ধন্যবাদ। 
Be careful.সাবধানে। 
Can you breathe?নিঃশ্বাস নিতে পারছো?
Sana saw them.সানা  তাদের দেখলো। 
Ram slept outside.রাম বাইরে ঘুমালো। 
My wrist hurts.আমার কব্জি ব্যাথা করছে। 
Anybody home?বাড়িতে কেউ আছেন?
I work on Mondays.আমি সোমবারে সোমবারে কাজ করি। 
You look sick.তোমাকে দেখে অসুস্থ বলে মনে হচ্ছে। 
Everybody paid.সবাই টাকা দিলো। 
I was there.আমি ওখানে ছিলাম। 
I love you, too.আমিও তোমাকে ভালোবাসি। 
I’m ready to go.আমি যাওয়ার জন্য তৈরি। 
How deep?কতটা গভীর?
I’m optimistic.আমি আশাবাদী। 
I’m inside.আমি ভেতরে। 
I’ll come along.আমি সঙ্গে যাবো। 
Shyam can’t read.শ্যাম পড়তে পারে না।
I’ll buy it.আমি এটা কিনবো। 
I’m not perfect.আমি নিখুঁত নই। 

Table of Contents

Learn More:

01. Vocabulary

02. Animals

03. Fruits

05. Flowers

06. Birds

07. Vegetables

English sentences for kids

Short sentences for kids:

You’re welcome.আপনাকেও ধন্যবাদ। 
Shyam sighed.শ্যাম দীর্ঘশ্বাস ছাড়লো।  
Good night.শুভ রাত্রি। 
I don’t want you.আমি আপনাকে চাই না। 
Stop yelling.চিৎকার করা বন্ধ করো। 
What do you do?আপনি কি করেন?
I love you.আমি তোমাকে ভালবাসি। 
Drink your milk.আপনার দুধটা খান। 
Let me in.আমাকে ঢুকতে দাও। 
I do understand.আমি বুঝি। 
Ram tries.রাম চেষ্টা করে।
I like apples.আমি আপেল পছন্দ করি। 
I’ll be back laterআমি পরে ফিরে আসবো। 
Sid’s dreaming.সিড স্বপ্ন দেখছে।  
You may swim.তুমি সাঁতার কাটতে পার। 
Go to the hospital.হাসপাতালে যাও। 
Was Sid crying?সিড কি কাঁদছিলো?  
Go slow.আস্তে যাও। 
Is anybody there?ওখানে কেউ আছেন?
We’re inside.আমরা ভেতরে আছি। 
Short-sentences-for-kids-English-to-Bengali

Most useful English sentences

Sit down.বসো। 
That bag is mine.ওই ব্যাগটি আমার। 
He looks pale. ওকে ফ্যাকাসে দেখাচ্ছে। 
Sit there.ওখানে বস। 
I teach English.আমি ইংরাজি শেখাই। 
I was tired.আমি ক্লান্ত ছিলাম। 
My father is in.আমার বাবা ভেতরে। 
He tries.সে চেষ্টা করে। 
Ram’s elderly.রাম বয়স্ক।  
I saw him.আমি তাকে দখতে পেলাম। 
How old are you?তোমার বয়স কত?
They live there.তারা ওখানে থাকে। 
How are you?তুমি কেমন আছো? 
Watch out.সাবধানে। 
Can I walk there?আমি কি ওখানে হাঁটতে পারব? 

Daily use English sentences

Hold my hand.আমার হাতটা ধরুন। 
I’m too busy.আমি খুব ব্যস্থ আছি। 
Thank you, Doctor.ধন্যবাদ, ডাক্তারবাবু। 
I study abroad.আমি বিদেশে পড়াশুনা করি। 
I’m almost sure.আমি প্রায় নিশ্চিত। 
Don’t jump.লাফাও না। 
Slow down.আস্তে চালান। 
Everyone is ready.সবাই তৈরি। 
Sid came here.সিডএখানে এলো।  
Come back.ফিরে এসো। 
Shyam works there.শ্যাম ওখানে কাজ করে।  
We are here.আমরা এখানে আছি। 
I need help.আমার সাহায্য দরকার। 
We’re both right.আমরা দুজনেই ঠিক। 
I’m screaming.আমি চিৎকার করছি। 

Leave a Comment

error: Content is protected !!