General English sentences for kids

General English sentences for kids:

Who’s he?সে কে?
Attention please.অনুগ্রহ করে শুনবেন। 
Ram yelled.রাম চেঁচালো।  
Mistakes happen.ভুল হয়েই থাকে। 
May I eat?আমি কি খেতে পারি?
I’m pretty tall.আমি মোটামুটি লম্বা। 
I will fight.আমি লড়বো। 
I didn’t have it.আমার কাছে এটা ছিলো না। 
I’m downstairs.আমি নীচে আছি। 
Children like cake.বাচ্চারা কেক পছন্দ করে। 
I’m pregnant.আমি গর্ভবতী। 
Is Ram all right?রাম কি ভালো আছে?  
Ram listened.রাম শুনলো।  
Summer has ended.গ্রীষ্ম শেষ হয়ে গেছে। 
You are rich.তুমি ধনী। 

English sentences with meaning

General English sentences for kids:

Walk more slowlyআরো আস্তে হাঁটুন। 
She walks.সে হাঁটে। 
Don’t open that.ওটা খুলবেন না। 
Leave it.ছাড়ো। 
I feel hungry. আমার খিদে পাচ্ছে। 
Are you all right?তুমি ঠিক আছো তো?
Let Ram speak.রামকে কথা বলতে দাও। 
Everybody is here.সবাই এখানে আছেন। 
My name’s Ram.আমার নাম রাম।  
I was very scared.আমি খুব ভয় পেয়েছিলাম। 
Ram winked.রাম চোখ মারলো।  
Ram worked here.রাম এখানে কাজ করতো।  
Wake up.ঘুম থেকে ওঠ। 
They all talked.তারা সবাই কথা বললো। 
Who fell?কে পড়লো?

Table of Contents

Learn More:

01. Vocabulary

02. Animals

03. Fruits

05. Flowers

06. Birds

07. Vegetables

General English sentences for kids

Best learning English for kids

I could’ve died.আমি মরে যেতে পারতাম। 
I am ready.আমি তৈরি। 
I can go.আমি যেতে পারি। 
I didn’t scream.আমি চিৎকার করিনি। 
Who was it?কে ছিলো?
Pardon me?কী বললে? 
Ram was there.রাম ওখানে ছিলো।  
Speak more slowly.আরো আস্তে কথা বলো। 
Stop screaming.চিৎকার করা বন্ধ করো। 
Everything is over.সব শেষ।  
You fainted.তুমি অজ্ঞান হয়ে গেছিলে। 
How tall you are!তুমি কত লম্বা! 
This is my dog.এটা আমার কুকুর। 
I was here in 2020.আমি এখানে ২০২০ তে এসেছিলাম। 
I’m so mad.আমি একদম পাগল । 

Speaking in English for kids

We love coffee.আমরা কফি ভালোবাসি। 
Let’s ask.জিজ্ঞাসা করা যাক। 
Ram coughed.রাম কাশলো।  
Let’s get ready.চলো, তৈরী হওয়া যাক। 
Eat everything.সবকিছুই খাও। 
Ram kept coughing.রাম কেশেই যাচ্ছিলো।  
I want time.আমার সময় চাই। 
I’ll work alone.আমি একলা কাজ করবো। 
I’m poor.আমি গরিব। 
Where’s Tuna?টুনা কোথায়? 
My father is frank.আমার বাবা খোলামেলা। 
Ram is dead.রাম মৃত।  
I see something.আমি কিছু একটা দেখতে পাচ্ছি। 
I eat here.আমি এখানে খাই।

Leave a Comment

error: Content is protected !!