Spoken English for practice

Spoken English for practice:

 I’m not worried.আমি চিন্তিত নই। 
I’ve won.আমি জিতে গেছি। 
Doesn’t it work?এটা কাজ করে না?
I deserved that.আমার সেটাই প্রাপ্য ছিলো। 
Find Ram. রামকে খোঁজো।
This is my bag.এটা আমার ব্যাগ। 
We are doctors.আমরা ডাক্তার। 
I had a cat.আমার একটা বেড়াল ছিলো। 
I’m a free man.আমি একজন স্বাধিন মানুষ। 
Let’s wait here.এখানে অপেক্ষা করা যাক। 
I’ll scream.আমি চেঁচাবো। 
I didn’t notice.আমি খেয়াল করিনি। 
You need friends.তোমার বন্ধু লাগবে। 
Who are you.আপনি কে। 
That man is Ram.ওই লোকটা রাম।  
Ram wept.রাম কাঁদলো।  
I saw something.আমি কিছু একটা দেখলাম। 

Table of Contents

Learn More:

01. Vocabulary

02. Animals

03. Fruits

05. Flowers

06. Birds

07. Vegetables

Sentences with Bengali meaning

Spoken English for practice:

Ram was singing.রাম গাইছিলো।   
I am taller.আমি বেশি লম্বা। 
I’ll take those.আমি ওইগুলো নেবো। 
Who wants to go?কে যেতে চায়? 
I hit Ram.আমি রামকে মারলাম।  
I’m pretty sure.আমি মোটামুটি নিশ্চিত। 
You work too much.আপনি বেশি কাজ করেন। 
I exaggerated.আমি বাড়িয়ে বললাম। 
Horses eat grass.ঘোড়া ঘাস খায়। 
I went, too.আমিও গেছিলাম। 
Keep Ram inside.রামকে ভেতরেই রাখুন।  
I am not thirsty.আমার তেষ্টা পায়নি। 
Let’s walk.হাঁটা যাক। 
Merry Christmas.শুভ বড়দিন।
I’m only kidding.আমি খালি মজা করছি। 
Call us.আমাদের ডেকো। 
I’ll never tell.আমি কখনই বলবো না। 
Spoken English for practice

Meaningful sentences for kids

I’ll sing.আমি গাইবো।  
We like coffee.আমরা কফি পছন্দ করি। 
I need to shave.আমার দাড়ি কামানো দরকার। 
I can swim.আমি সাঁতার কাটতে পারি। 
What do you do?তুমি কি কর?
Drink up your milk.তোমার দুধটা খেয়ে নাও। 
Just a minute.এক মিনিট। 
I play with my son.আমি আমার ছেলের সঙ্গে খেলি। 
My knee hurts.আমার হাঁটু ব্যাথা করছে। 
Sit at the table.টেবিলে বসুন। 
Let’s chat.গল্প করা যাক। 
Do you have a car?তোমার গাড়ি আছে?
I was amazed.আমি অবাক হয়ে গেছিলাম। 
It’s quite nice.এটা বেশ চমৎকার। 
Tell me.আমাকে বল। 
I caught a cold.আমি ঠান্ডা লাগিয়ে ফেলেছি। 
I know that story.আমি ওই গল্পটা জানি। 

Best English sentences for kids

I’m a doctor.আমি ডাক্তার। 
Ram helped us win.রাম আমাদের জিততে সাহায্য করলো।  
Who’s hungry?কার কার খিদে পেয়েছে?
I am very tired.আমি খুব ক্লান্ত। 
I want i.আমার এটা চাই। 
Stop gossiping.পরনিন্দা পরচর্চা করা বন্ধ করো। 
Ram slapped Sana.রাম সানাকে থাপ্পর মারলো।  
It’s new.এটা নতুন। 
We like coffee.আমাদের কফি পছন্দ। 
I’m full.আমার পেট ভরতি হয়ে গেছে। 
Do you hate me?তুমি কি আমাকে ঘৃণা করো?
People were angry.লোকেরা রেগে ছিল। 
Ram knows it.রাম ওটা জানে। 
That’s rubbish.ওসব ভুলভাল। 
Keep an eye on Ram.রামের উপর নজর রাখো।  
Ram recovered.রাম সেরে উঠলো। 

Leave a Comment

error: Content is protected !!