Speaking in English for kids

Speaking in English for kids:

Can I see that one?আমি কি ওটা দেখতে পারি?
How much is it?এর দাম কত?
I want some money.আমার কিছু টাকা চাই। 
I want to cry.আমি কাঁদতে চাই। 
I’m reading it now.আমি এটা এখন পড়ছি। 
Are you all ready? তোমরা সবাই তৈরী তো? 
Ram’s crying.রাম কাঁদছে।  
What does it mean?এটার অর্থ কী?
I want this guitar.আমার এই গীটারটা চাই। 
Ram lives here.রাম এখানে থাকে।  
Never mind.ছাড়ো।
Ram disappeared.রাম অদৃশ্য হয়ে গেলো।  
Maybe it will snow.হয়তো বরফ পড়বে। 
Are you sisters?তোমরা কি বোন?
We’re here.আমরা এখানে। 

Table of Contents

Learn More:

01. Vocabulary

02. Animals

03. Fruits

05. Flowers

06. Birds

07. Vegetables

Best learning English for kids

Speaking in English for kidsঃ

Are those yours?ওইগুলো কি আপনার?
I heard it.আমি শুনেছি। 
Everyone’s here.সবাই এখানে আছেন। 
How tall are you?তুমি কতটা লম্বা? 
Come quick.জলদি আসো। 
There’s no doubt.কোনো সন্দেহ নেই। 
They won.তারা জিতলো। 
I have finished.আমি শেষ করেছিলাম। 
I’m not Ram.আমি রাম নই।  
I was a teacher.আমি একজন শিক্ষক ছিলাম। 
Who won?কে জিতল?
I’m going to go.আমি এবার যাবো। 
Ram isn’t at home.রাম বাড়িত নেই।  
Ram’s wounded.রাম আহত হয়েছে।  
I’m healthy.আমি সুস্থ। 
Speaking in English for kids

Daily use English sentences

Are those yours?ওইগুলো কি আপনার?
I heard it.আমি শুনেছি। 
Everyone’s here.সবাই এখানে আছেন। 
How tall are you?তুমি কতটা লম্বা? 
Come quick.জলদি আসো। 
There’s no doubt.কোনো সন্দেহ নেই। 
They won.তারা জিতলো। 
I have finished.আমি শেষ করেছিলাম। 
I’m not Ram.আমি রাম নই।  
I was a teacher.আমি একজন শিক্ষক ছিলাম। 
Who won?কে জিতল?
I’m going to go.আমি এবার যাবো। 
Ram isn’t at home.রাম বাড়িত নেই।  
Ram’s wounded.রাম আহত হয়েছে।  
I’m healthy.আমি সুস্থ। 
She’s my daughter.ও আমার মেয়ে। 
She is eating.সে খাচ্ছে। 
Trust me.আমাকে বিশ্বাস করো। 
I believe in you.আমি তোমাকে বিশ্বাস করি । 
I waited.আমি অপেক্ষা করলাম। 
What do bees eat?মৌমাছিরা কী খায়?
I’m really angry.আমি সত্যিই রেগে গেছি। 
Contact Ram.রামেরর সঙ্গে যোগাযোগ করো।  
Have you gone mad?তুমি কি পাগল হয়ে গেছো?
These are birds.এইগুলো পাখি। 
I’m thirsty.আমার তেষ্টা পেয়েছে। 
I’ve studied it.আমি এটা পড়েছি। 
I feel good.আমার ভালো লাগছে। 
We speak French.আমরা ফরাসি ভাষা বলি। 
Everyone was there.প্রত্যেকে ওখানে ছিলো। 

English sentences with meaning

Is this enough?এটা কি যথেষ্ট? 
Ram came.রাম এসেছিলো।  
Do you live here?তুমি কি এখানে থাকো?
Are you a doctor?তুমি কি ডাক্তার? 
Leave Ram.রামকে ছাড়ো।  
It’s sunny today.আজ রোদ আছে। 
Eat what you want.তোমার যা চাই তাই খাও।  
Are you there?তুমি কি ওখানে আছো?
I agree completely.আমি পুরোপুরি একমত। 
Are we done?হয়ে গেছে?
Nothing’s there.ওখানে কিছুই নেই। 
Ram worked there.রাম ওখানে কাজ করতো।  
Let me speak.আমাকে বলতে দাও। 
The cake is ready.কেকটা তৈরি। 
Ram ill scream.রাম  চিৎকার করবে।   
I’m dancing.আমি নাচছি। 
I heard coughing.আমি কাশির আওয়াজ শুনলাম। 
Stay right there.ঠিক ওখানেই থাকো। 
Come outside.বাইরে এসো।  
I’m not the owner.আমি মালিক নই। 

Leave a Comment

error: Content is protected !!