Some goods sentences for kids

Some goods sentences for kids:

Sid nodded his head.  সিড তার মাথা নাড়লো। 
I went to the bakery. আমি বেকারিতে গেলাম।
Were you born there?  তুমি কি ওখানে জন্মেছিলে?
He’s in the hospital.  উনি হাসপাতালে আছেন।
The fan doesn’t work.  পাখাটা কাজ করছে না।
Everyone uses Google.  সবাই গুগল ব্যবহার করে।
Rabbits like carrots.  খরগোশ গাজর পছন্দ করে।
Sid rides a scooter.  সিড স্কুটার চড়ে। 
Are your hands clean?  তোমার হাত কি পরিষ্কার?
I’m not at all tired.  আমি একদমই ক্লান্ত নই।
Tuna threatened Mary.  টুনা মেরিকে ভয় দেখালো।
What floor is it on?  সেটা কোন তলায়?
Where does Ram live?  রাম কোথায় থাকে?
I always feel sleepy.  আমার সারাক্ষণ ঘুম লাগে।
Tuna rushed upstairs.  টুনা দৌড়ে উপরে গেলো।  
Boston is a big city.  বস্টন একটা বড়ো শহর। 

English sentences with meaning

Some goods sentences for kids:

I’m not your teacher.  আমি তোমার শিক্ষক নই।
Tuna screamed loudly.  টুনা জোরে চেঁচালো। 
Can I turn on the TV?  আমি কি টিভি চালাতে পারি?
Is there an elevator?  কোনো লিফট আছে?
It is very hot today.  আজ খুব গরম।
Who wants to see me?  কে আমাকে দেখতে চায়?
I have caught a cold.  আমার ঠান্ডা লেগে গেছে।
What did you forget?  তুমি কী ভুলে গেলে?
Do you speak English?  তুমি ইংরাজি বলতে পার? 
It’s very hot inside.  ভেতরে খুব গরম। 
What does that mean?  ওটার মানে কী? 
What does this mean?  এটার মানে কী?
Does Shyam play tennis?  শ্যাম কি টেনিস খেলে?
My father grows rice.  আমার বাবা ধান চাষ করে।
Don’t worry about me.  আমার ব্যপারে চিন্তা কোর না।
My father is at home.  আমার বাবা বাড়িতে।

Table of Contents

Learn More:

01. Vocabulary

02. Animals

03. Fruits

05. Flowers

06. Birds

07. Vegetables

Some goods sentences for kids

English sentences for kids learn

How is your daughter?  আপনার মেয়ে কেমন আছে?
The rumor isn’t true.  গুজবটা সত্যি নয়।
He’s younger than me.  সে আমার থেকে ছোট।
The rules are simple.  নিয়মগুলো সহজ। 
Why are you yelling?  তুমি চেঁচাচ্ছো কেন? 
I have two daughters.  আমার দুটো মেয়ে আছে।
I was playing tennis.  আমি টেনিস খেলছিলাম।
What have you found?  তুমি কী পেয়েছো?
How much did you eat?  তুমি কতটা খেয়েছো? 
We saw the airplane.  আমরা প্লেনটাকে দেখলাম।
Where is my luggage?  আমার মালপত্র কোথায়?
I checked everywhere.  আমি সব জায়গায় দেখেছি।
The students laughed.  ছত্রছাত্রিরা হাসলো।
You may go home now.  তুমি এবার বাড়ি যেতে পারো।
I’m going to be late. আমার দেরী হবে।
We traveled on foot.  আমরা পায়ে হেঁটে ঘুরে ছিলাম।

Daily use English sentences

Where is the museum?  জাদুঘরটি কোথায়?
I didn’t hit anybody.  আমি কাউকে মারিনি।
There’s no more salt.  আর নুন নেই। 
What is your teacher?  তোমার শিক্ষক কে?
I don’t want to cook.  আমি রান্না করতে চাই না।
Have you finished it?  তোমার ওটা করা হয়ে গেছে?
School starts Monday.  বিদ্যালয় সোমবার শুরু হবে।
What street is this?  এটা কোন রাস্তা?
How old is this tree?  এই গাছটা বয়স কত?
Everyone ran outside.  সবাই বাইরে দৌড়ে গেলেন।
Please eat something.  অনুগ্রহ করে কিছু খান।
Well, see you later.  আচ্ছা, আবার পরে দেখা হবে।
Where’s the mistake?  ভুলটা কোথায়? 
I don’t know exactly.  আমি সঠিকভাবে জানিনা।
There’s no more time.  আর সময় নেই। 
Everyone ignored Sana.  সবাই সানাকে অগ্রাহ্য করলো।  
Now listen carefully.  এবার মন দিয়ে শোনো। 

Leave a Comment

error: Content is protected !!