Simple sentences with meaning

Simple sentences with meaning:

This is Ram’s sister.এই হচ্ছে রামের বোন।  
I have a slight fever.আমার অল্প জ্বর হয়েছে।
Shyam is now in prison.শ্যাম এখন গারদে। 
Don’t you forget that.ওটা একদম ভুলবে না। 
It’s a quarter to two.পৌনে দুটো বাজে। 
My mother loves music.আমার মা সঙ্গীত ভালবাসে।
Do you understand now?তুমি কি এখন বুঝতে পারছো?
Is Mary your daughter?মেরি কি আপনার মেয়ে?
Sid caught the thief.সিড চোরটাকে ধরে ফেললো। 
You don’t understand.তুমি বোঝ না।
I have to go to sleep.আমাকে ঘুমাতে যেতে হবে।
Sana has been injured.সানা আহত হয়েছে।  
What am I doing here?আমি এখানে কি করছি? 
Where are the photos?ছবিগুলো কোথায়? 
Everyone knows it now.সবাই এখন এটা জানে।
Tell me what happened.আমাকে বলো কি ঘটেছিলো।
Sid changed his name.সিড তার নাম পল্টালো।
Your answer is right.তোমার উত্তর সঠিক।
I signed the contract.আমি চুক্তিটা সই করলাম।
Sana dances very well.সানা বেশ ভালো নাচে। 

Simple sentences for kids

Simple sentences with meaning:

Your answer is wrong.তোমার উত্তর ভুল।
I used to play tennis.আমি টেনিস খেলতাম।
I usually eat outside.আমি সাধারণত বাইরে খাই।
Who wrote the letter?চিঠিটা কে লিখেছিল?
How long did you stay?তুমি কতক্ষণ ছিলে? 
Sana resumed speaking.সানা কথা বলতে শুরু করলো 
Accidents will happen.দুর্ঘটনা ঘটবেই।
I was born in October.আমি অক্টোবরে জন্মেছি।
Nobody understands me.আমাকে কেউ বোঝে না।
Sana started coughing. -সানা কাশতে শুরু করলো। 
Sana stopped speaking.সানা কথা বলা থামালো।  
Beware of pickpockets.পকেটমার থেকে সাবধান।
I’m not proud of that.আমি তাতে গর্বিত নই।
She’s my older sister.ও আমার দিদি।
She’s younger than me.সে আমার থেকে ছোট।
Coffee keeps me awake.কফি আমাকে জাগিয়ে রাখে।
I’m not young anymore.আমি আর তরুণ নেই।
Eat whatever you want.তোমার যা চাই তাই খাও।
Like father, like son.যেমন বাপ, তেমন ছেলে।
Don’t you have a bike?তোমার কি বাইক নেই?

Table of Contents

Learn More:

01. Vocabulary

02. Animals

03. Fruits

05. Flowers

06. Birds

07. Vegetables

Simple sentences with meaning

English sentences with meaning

It’s what I’m used to.আমি এতেই অভ্যস্ত।
Why are you shouting?তুমি চেঁচাচ্ছো কেন?
How much does it cost?এর দাম কত?
I don’t get it either.আমিও ওটা বুঝি না।
What is today’s date?আজকের তারিখ কত?
Everybody ran outside.সবাই বাইরে দৌড়ে গেলেন।
Shyam is going to sing.শ্যাম গান গাইতে চলেছে। 
Where’s the hospital?হাসপাতালটা কোথায়? 
Forty people attended.চল্লিশ জন উপস্থিত ছিলেন।
Make yourself at homeএটা নিজের ঘর মনে করো।
Why don’t we go home?তাহলে বাড়ি যাওয়া যাক?
I have class tomorrow.আমার কাল ক্লাস আছে।
Shyam is in heaven now.শ্যাম এখন স্বর্গে। 
Which floor is it on? সেটা কোন তলায়?
He can speak Japanese.সে জাপানি বলতে পারে।

Daily use English sentences

My father is a doctor.আমার বাবা একজন ডাক্তার।
Who would believe me?তুমি কাকে বিশ্বাস করবে?
He’s eating lunch now.সে এখন লাঞ্চ করছে।
Don’t delude yourself.নিজেকে বিভ্রান্ত কোরো না।
Is your watch correct?তোমার ঘড়ি ঠিক আছে?
When will you return?আপনি কখন ফিরে আসবেন?
Everyone else laughed.বাকি সবাই হাসলো।
Do you have a bicycle?তোমার কি সাইকেল আছে?
I’ve finished my work.আমি আমার কাজ শেষ করেছি।
Ram is in his office.রাম ওর অফিসে রয়েছে।  
Who wants to eat now?কে এখন খেতে চায়?
He hasn’t arrived yet.সে এখনো এসে পৌছায়নি।
My father loves pizza.আমার বাবা পিজ্জা ভালবাসে।
Do turtles have teeth?কচ্ছপের কি দাঁত আছে?
I’m reading your book.আমি তোমার বইটা পড়ছি।

Leave a Comment

error: Content is protected !!