Platforms to help kids

Platforms to help kids

That’s my wifeও আমার স্ত্রী। 
Get away from here.এখান থেকে চলে যাও। 
Shyam was inside.শ্যাম ভেতরে ছিলো।  
Ram won’t win.রাম জিতবে না।  
Stop the car here.গাড়িটা এখানে থামান। 
I prefer black.আমি কালো পছন্দ করি। 
Look at these.এগুলোর দিকে দেখো। 
Everybody laughed.সবাই হাসল। 
That’s my cat.ওটা আমার বিড়াল। 
Who’s speaking?কে কথা বলছে? 
Can I eat?আমি কি খেতে পারি?
Here’s your mug.এই নিন আপনার মগ। 
My book is here.আমার বইটা এখানে। 
Turn right.ডানদিকে ঘোরো। 
Were you there?তুমি কি ওখানে ছিলে?

Meaningful sentences for kids

Platforms to help kids

Be quiet.চুপ করো। 
I like football.আমি ফুটবল পছন্দ করি। 
Don’t stop here.এখানে থামবে না। 
Ram’s sick.রাম অসুস্থ।  
I couldn’t stop.আমি থামতে পারলাম না। 
See above.উপরে দেখুন। 
I won’t come.আমি আসবো না। 
I don’t love Tina.আমি টিনাকে ভালোবাসি না।  
Grab my hand.আমার হাতটা ধরো। 
I didn’t see it.আমি ওটা দেখিনি। 
That’s Shyam.ওটা শ্যাম।  
I take vitamins.আমি ভিটামিন নিই। 
Who cares?কার কী এসে যায়? 
I’m a detective.আমি গোয়েন্দা। 
I’m sorry.ক্ষমা করবেন। 

Table of Contents

Learn More:

01. Vocabulary

02. Animals

03. Fruits

05. Flowers

06. Birds

07. Vegetables

Platforms to help kids

Sentences with Bengali meaning

Platforms to help kids

I’m eating now.আমি এখন খাচ্ছি। 
Does Sid help Sana?সিড কি সানাকে সাহায্য করে?  
Ram’s dreaming.রাম স্বপ্ন দেখছে।  
Everybody lies.সবাই মিথ্যা বলে। 
Tina should’ve won.টিনার জেতা উচিত ছিলো।  
My joints ache.আমার গাঁটগুলো ব্যাথা করছে। 
I’m speaking.আমি কথা বলছি। 
Is Ram satisfied?রাম কি সন্তুষ্ট হয়েছে? 
Someone came.কেউ এসেছিলো।  
Sid loves me.সিড আমাকে ভালোবাসে।  
Take Shyam outside.শ্যামকে বাইরে নিয়ে যাও।   
We live here.আমরা এখানে থাকি। 
Lina eat?লিনা  কি খেয়েছে?
I’m quite tired.আমি বেশ ক্লান্ত। 
I’m cold.আমার শীত করছে। 

Kids learn English at home

Platforms to help kids

They don’t care.তারা পরোয়া করে না। 
I am cold.আমার শীত করছে। 
Shyam apologized.শ্যাম ক্ষমা চাইলো।  
I watch television.আমি টিভি দেখি। 
Call the police.পুলিশ ডাকুন। 
Sid works a lot.সিড প্রচুর কাজ করে।  
They yelled.তারা চেঁচালো। 
Anybody here.কেউ আছেন। 
I agree with you.আমি তোমার সাথে একমত। 
Ram’s right.রামই ঠিক।  
My neck hurts.আমার ঘাড় ব্যাথা করছে। 
I will go on foot.আমি হেঁটে যাব। 
Where are you?তুমি কোথায়?
Let’s talk here.এখানে কথা বলা যাক। 
Tell Ram.রামকে বলো।  
I have a cold.আমার ঠান্ডা লেগেছে। 
Call the hospital.হাসপাতালে ফোন করো। 
I’m a student.আমি একজন ছাত্র। 
I’ll walk.আমি হাটবো। 
Call me tomorrow.আমাকে আগামীকাল ফোন করবে। 
I saw that.আমি সেটা দেখেছিলাম। 
You go first.তুমি আগে যাও। 
We’re all scared.আমরা সবাই ভিতু।  
Everyone dies.সবাই মারা যায়।

Leave a Comment

error: Content is protected !!