Short and easy sentences for kids

Short and easy sentences for kids:

My father is a teacher.আমার বাবা একজন শিক্ষক। 
Accidents are inevitable.দুর্ঘটনা অবধারিত।
They say love is blind.সবাই বলে ভালোবাসা অন্ধ।
Mary is a very shy girl.মেরি খুব লাজুক মেয়ে।
Sana is probably sleeping.সানা সম্ভবত ঘুমাচ্ছে। 
You’re tired, aren’t you?তুমি ক্লান্ত, তাই না? 
I would like to eat now.আমি এখন খেতে চাই। 
John bought some potatoes.জন কিছু আলু কিনলো। 
My father is very nice.আমার বাবা খুব ভালো।
Don’t go in the kitchen.রান্নাঘরে যেও না।
I don’t live in the city.আমি শহরে থাকি না।
She can speak Japanese.সে জাপানি বলতে পারে। 
Sana hardly ever laughs.সানা খুব কম হাসে।  
John is still in prison.জনএখনো গারদে। 
John reads lots of books.জন প্রচুর বই পড়ে। 
Nobody’s indispensable.কেউই অপরিহার্য নয়।
Good morning, everybody. সবাইকে সুপ্রভাত।
I’m going to take a bath.আমি স্নান করতে যাবো।
School begins tomorrow.স্কুল কালকে শুরু হবে। 
How much does that cost?ওটার দাম কত? 

English sentences with meaning

Short and easy sentences for kids:

It’s a quarter past nine.সোয়া নটা বাজে। 
My computer is very slow.আমার কম্পিউটার মন্থর।
What do you want to be?তুমি কি হতে চাও? 
Where do you want to go?তুমি কোথায় যেতে চাও? 
This is very good soil.এটা খুব ভালো মাটি।
How much does this cost?এর দাম কত? 
She was raised in France.ও ফ্রান্সে বড়ো হয়েছে।
Come and see for yourself.নিজে এসেই দেখো।
This isn’t a good sign.এটা ভালো লক্ষণ নয়।
Sana continued speaking.সানা কথা বলতে থাকলো।  
How much will I receive?আমি কতো পাবো?
The museum is closed now.জাদুঘর এখন বন্ধ আছে।
How old is the universe?মহাবিশ্বের বয়স কত?
There was a bridge there.ওখানে একটা সেতু আছে।
There are three buttons.তিনটে বোতাম আছে।

Table of Contents

Learn More:

01. Vocabulary

02. Animals

03. Fruits

05. Flowers

06. Birds

07. Vegetables

Short and easy sentences for kids

meaningful sentences for kids

What does this sign mean?এই চিহ্নটির অর্থ কী? 
Please listen carefully.একটু মন দিয়ে শুনবেন।
What does that word mean?ওই শব্দটার অর্থ কী? 
When do you want to go?তুমি কখন যেতে চাও?
Who doesn’t want to win?কে না জিততে চায়?
Would you like to dance?আপনি নাচতে চান?
Sid is a very tall boy.সিড খুব লম্বা ছেলে।
This is my sisterএটা আমার বোন।
She is younger than me.ও আমার থেকে ছোট। 
John read lots of books.জন প্রচুর বই পড়ে। 
John seldom eats at home.জন কমই বাড়িতে খায়। 
What does this word mean?এই শব্দটার অর্থ কী?
Don’t forget the ticket.টিকিটটি ভুলে যেও না।
How much is the bus fare?বাস ভাড়া কত?
Thanks, this is enough.ধন্যবাদ, এতেই হবে।

Some best English sentences

Ram slept on the train.রাম ট্রেনে ঘুমালো।  
Sid used to play guitar.সিড গীটার বাজাতো। 
What’s your name, please?আপনার নাম কি?
What actually happened?ঠিক কী হয়েছিলো?
Ram’s mother was crying.রামের মা কাঁদছিলেন। 
Mary decorated the cake.মেরি কেকটা সাজালো। 
Sana is also a vegetarian.সানাও নিরামিষাশী। 
Sid is still at school.সিড এখনো ইস্কুলে। 
Tom is taller than Maryটম মেরির থেকে লম্বা।
I want something to eat.আমি কিছু খেতে চাই।
Three people were killed.তিনজন নিহত হয়েছেন।
The balloon will burst.বেলুনটা ফেটে যাবে।
We’re going to eat now.আমরা এখন খাবো। 
Sid washed the potatoes.সিড আলুগুলো ধুলো। 
Would you like some more?আর একটু নেবে?
I don’t know the answer.আমি উত্তরটা জানিনা।
There’s nothing I can do.আমার কিছু করার নেই।

Leave a Comment

error: Content is protected !!