Smart sentences for kids

Smart sentences for kids:

That book is very old.ওই বইটা খুব পুরানো। 
He is having lunch now.সে এখন লাঞ্চ করছে।
To me, it’s important.আমার কাছে এটা গুরূত্বপুর্ণ।
Where’s your daughter?আপনার মেয়ে কোথায়?
I received your letter.আমি তোমার চিঠি পেয়েছি।
Is it a recent picture?এটা কি সাম্প্রতিক ছবি?
Where are your things?তোমার জিনিসপত্র কোথায়? 
I have three daughters.আমার তিনটে মেয়ে আছে।
That’s rather amusing.এটা বেশ মজার ব্যপার। 
We have to be careful.আমাদেরকে সাবধান হতে হবে।
Here’s my phone number.এই হোল আমার ফোন নাম্বার।
The experiment failed.গবেষণাটি অসফল হলো।
Sid coughed all night.সিড সারা রাত্রি কাশছিলো। 
Ram grew up in Boston.রাম বস্টনে বড়ো হয়েছে। 
You’ll never be alone.তুই কখনো একা থাকবি না।
It’s rather cold today.আজ বেশ ঠান্ডা আছে।
The baby is screaming.বাচ্চাটা চেঁচাচ্ছে।
We have two daughters.আমাদের দুটো মেয়ে আছে।
How much is this clock?এই ঘড়িটার দাম কত? 
The cake is delicious.কেকটা সুস্বাদু।

English sentences with Bengali meaning

Smart sentences for kids:

We often eat together.আমরা প্রায়শই একসাথে খাই।
How old is that church?ওই চার্চটার বয়স কত?
How old is your father?তোমার বাবার বয়স কত?
Tuna started the fight.টুনা লড়াইটা শুরু করেছে। 
Everyone went to sleep.সবাই ঘুমাতে চলে গেলো।
Tina also plays guitar.টিনাও গীটার বাজায়।  
What are you here for.তুমি এখানে কি জন্য এসেছো? 
I am eating a cucumber.আমি একটা শশা খাচ্ছি।
Is this seat available?এই আসনটা কি পাওয়া যাবে?
Tina can’t play tennis.টিনা টেনিস খেলতে পারে না।
Sid continued yelling.সিড চেঁচাতেই থাকলো।  
What does your son do?তোমার ছেলে কি করে?
I don’t agree with him.আমি ওর সাথে একমত নই।
It doesn’t surprise me.এতে আমি অবাক হইনি।
It’s October the third.তেশরা অক্টোবর। 
What have you brought?তুমি কী এনেছো?
I don’t like the taste.স্বাদটা আমার পছন্দ নয়।
Will it rain tomorrow?আগামীকাল কি বৃষ্টি হবে?
I went to the hospital.আমি হাসপাতালে গেছিলাম।
Who wants to go first?কে প্রথমে যেতে চায়?

Table of Contents

Learn More:

01. Vocabulary

02. Animals

03. Fruits

05. Flowers

06. Birds

07. Vegetables

Smart sentences for kids

Daily use English sentences

I was in the mountains.আমি পাহাড়ে ছিলাম। 
Tina stopped screaming.টিনা চেঁচানো বন্ধ করলো।  
French isn’t difficult.ফরাসি কঠিন নয়। 
Good morning, everyone.সবাইকে সুপ্রভাত।
Sid died last October.সিড গত অক্টোবর মারা গেছে। 
Winning is never easy.জেতাটা কখনোই সহজ নয়।
The war ended in 1954.যুদ্ধটা ১৯৫৪ সালে শেষ হয়েছিল। 
Sana is as big as I am.সানা আমার মতই বড়ো। 
Don’t move these books.এই বইগুলো সরিও না।
I’m at the station now.আমি এখন স্টেশনে।
Sana taught me to read.সানা আমাকে পড়তে শিখিয়েছে। 
He was giving a speech.তিনি বক্তৃতা দিচ্ছিলেন।
There are no problems.কোনো অসুবিধা নেই।
Sana is very religious.সানা খুব ধার্মিক।
Everybody is very busy.সবাই খুব ব্যস্ত।

English sentences for kids

I’m going to a meeting.আমি একটা সভায় যাচ্ছি। 
Shyam started screaming.শ্যাম চেঁচানো শুরু করলো।
Everyone was screaming.সবাই চেঁচাচ্ছিলো।
Where is the elevator?লিফটটা কোথায়?
I just eat bananas now.আমি এখন খালি কলা খাই।
Ram eats very quickly.রাম খুব তারাতারি খায়।  
You didn’t understand.তুমি বুঝতে পারো নি।
What’s your full name?তোমার পুরো নাম কী?
I grew up in Australia.আমি অস্ট্রেলিয়ায় বড় হয়েছি।
This is not important.এটি গুরুত্বপূর্ণ না।
Shyam sat on the stairs.শ্যাম সিঁড়িতে বসলো। 
Everyone was satisfied.সবাই সন্তুষ্ট ছিলো। 
I’m really embarrassed.আমি সত্যিই লজ্জিত।
What’s my room number?আমার রুম নম্বর কত?
I go to school on foot.আমি হেঁটে স্কুলে যাই।

Leave a Comment

error: Content is protected !!